বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিবন্ধিত সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)’ এর একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৩ মার্চ) বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উচ্চশিক্ষা ও গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা যথাযথ নীতিমালার আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করার ব্যাপারে নবনির্বাচিত রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
তারা বলেন, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু থাকলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা কার্যক্রম অনেক বেড়ে যাবে। প্রতিনিধি দল মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমের মনিটরিং ও সুপারভাইজিংয়ের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসিতে শিক্ষক প্রতিনিধি তথা ইউজিসি সদস্য বাড়ানো আবশ্যক।
রাষ্ট্রপতি (নির্বাচিত) মনোযোগ দিয়ে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং তাদের পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর হতে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।